ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গণমাধ্যমে সচেতণতা সৃষ্টির মাধ্যমে ক্যান্সার নিয়ন্ত্রণ করা সম্ভব বলে- ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট

প্রকাশিত : ২৩:০৬, ৫ মার্চ ২০১৬ | আপডেট: ২৩:০৬, ৫ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

cancarগণমাধ্যমে সচেতণতা সৃষ্টির মাধ্যমে ক্যান্সার নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে একথা বলেন বক্তারা। অনুষ্ঠানে ভুক্তভোগী, গণমাধ্যম কর্মী ও বিশেষজ্ঞরা এ ভয়ংকর ব্যাধি সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য গণমাধ্যমে এ বিষয়ে গুরুত্ব দেয়ার আহবান জানান। এছাড়া সুষম খ্যাদ্যাভাস ও ব্যায়ামের মাধ্যমে ক্যান্সার থেকে বাঁচার উপায় তুলে ধরেন বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কামরুল হাসান খান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি