ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কানাডায় রাজনৈতিক আশ্রয় চাইলেন এসকে সিনহা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ২৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও তার স্ত্রী কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন। গত ৪ জুলাই কানাডায় প্রবেশ করে তারা শরণার্থী বা আশ্রয়প্রার্থী হিসেবে এ আবেদন করেন।

কানাডার টরেন্টো থেকে প্রকাশিত ইতালিয়ান ভাষার পত্রিকা কোরিয়েরে কানাডিজ এ সংবাদ প্রকাশ করেছে। কোরিয়েরে কানাডিজ পত্রিকার প্রতিবেদক জো ভোলপে লিখেছেন, ২০১৫ সালের ১ জানুয়ারি এসকে সিনহা বাংলাদেশের সুপ্রিমকোর্টের প্রধান হিসেবে নিযুক্ত হন।

এর আগে তিনি যুক্তরাষ্ট্রেও রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। ২০১৭ সালের নভেম্বরে তিনি বিদেশ থেকে পদত্যাগপত্র দাখিল করেন।

এর আগে বাংলাদেশ থেকে প্রথমে তিনি সিঙ্গাপুরে যান। পরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে যান। গত ফেব্রুয়ারিতে সিনহা যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনা করেন, তবে তার স্ত্রী তখন করেননি।

এনএম
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি