ঢাকা, সোমবার   ১৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকাকে ওয়াই ফাই’র আওতায় আনার আহ্বান অর্থমন্ত্রীর, এ’বছরেই চালু হবে ফোর-জি- তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৩:২৫, ৫ মার্চ ২০১৬ | আপডেট: ২৩:২৬, ৫ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকাকে ওয়াই ফাই’র আওতায় আনার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনদিনের আইসিটি এক্সপো’র সমাপনী অনুষ্ঠানে তিনি এ’কথা বলেন। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, এ’বছরেই চালু হবে ফোর-জি নেটওয়ার্ক। ict expoতথ্য প্রযুক্তির বিকাশ ও উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় আইসিটি এক্সপো। অংশ নেয় একশটির বেশী দেশী বিদেশী প্রতিষ্ঠান। পাশাপাশি ছিল তরুণ উদ্ভাবকদের আবিষ্কার। টকিং রোবট, ফ্লাইং রোবট, সোলার কার, সোলার আর্থ স্টেশনের মতো গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার এসেছে শিক্ষার্থীদের হাত ধরে। সমাপনী দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলার আয়সহ আইটি সেক্টরে দশ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন দেখছে বাংলাদেশ। অনুষ্ঠানে রাজধানী ঢাকাকে ওয়াই ফাই জোনের আওতায় আনার আহ্বান জানান অর্থমন্ত্রী। এরই মধ্যে সিলেটে ৭০ একর জমিতে হাইটেক পার্ক নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি। তারুণ্য নির্ভর আয়োজন হলেও এবার দর্শনার্থীর সংখ্যা ছিলো ২৮ লাখের বেশী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি