ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ডেঙ্গুর চিকিৎসা ও গুজব রোধে হটলাইন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ২৭ জুলাই ২০১৯

চলতি বছরের এ সময়ে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ না কেউ মারা যাচ্ছেন। ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিবর্গের মধ্যে চিকিৎসকরা রয়েছেন। প্রতিদিন সারাদেশে সহস্রাধিক লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। 

ডেঙ্গু রোগের বিষয়ে আক্রান্ত না হয়ে সচেতন হতে অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। বাড়িতে বসে বিনামূল্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের চিকিৎসা সেবা ও ঔষুধ পেতে কল করুন ০৯৬১১০০০৯৯৯ নম্বরে। 

অন্যদিকে পদ্মাসেতুতে মাথা লাগবে এমন একটি গুজব দেশব্যাপি ছড়িয়ে পড়েছে। গুজব ছড়িয়ে প্রায় অনেকে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন। এ গুজবে কান না দিতে সরকারের পক্ষে থেকে অনুরোধ করা হয়েছে। 

সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতুতে কল্লা লাগবে এটি গুজব। কখনও গণপিটুনীর নামে আইন নিজের হাতে নেবেন না। গুজবে কান না দিয়ে প্রয়োজনে ৯৯৯ নাম্বারে ফোন করার জন্য অনুরোধ করা হয়েছে।- বিজ্ঞপ্তি।

এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি