ঢাকা, শুক্রবার   ০৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ডেঙ্গুর সঙ্গে ১৭ দিন লড়াই, অতঃপর...

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২২, ২৭ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ঢাবি ছাত্রের পর রাজধানীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এবার মৃত্যু হয়েছে রুমানা (২৫) নামে এক তরুণীর। ডেঙ্গুর সঙ্গে টানা ১৭ দিন লড়াই করে অবশেষে শুক্রবার দিবাগত রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রুমানার। 

মৃত রুমানা ঢাকাস্থ বেনাপোল সমিতির উপদেষ্টা জামসেদ আলীর স্ত্রী এবং যশোর বেনাপোলের সিআ্যান্ডএফ ব্যবসায়ী মেহেরুল্লাহর মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকাস্থ বেনাপোল সমিতির সভাপতি শফি কদর।

পারিবারিক সূত্রে জানা গেছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে রুমানাকে গত ১০ জুলাই স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ১৭ দিন চিকিৎসাধীন থেকে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন রুমানা।

এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন হাজরা, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক ডা. তানিয়া সুলতানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ফিরোজ কবির স্বাধীনের মৃত্যু হয়। 

এছাড়া ডেঙ্গুতে ঢাকাসহ সারাদেশে সরকারি হিসাবে ১০ জনের মতো এবং বেসরকারি হিসাবে ২০ জনের বেশি রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

এনএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি