ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নির্বাচনী প্রতিশ্রুতি থাকলেও খুলনা মহানগরীর ড্রেনগুলোতে নেই ঢাকনা

প্রকাশিত : ০৯:৩০, ৬ মার্চ ২০১৬ | আপডেট: ০৯:৩০, ৬ মার্চ ২০১৬

নির্বাচনী প্রতিশ্র“তি থাকলেও খুলনা মহানগরীর ড্রেনগুলোতে বসেনি ঢাকনা। নোংরা-আবর্জনার দূষণে বাড়ছে মশার উপদ্রব। সিটি করপোরেশন বলছে, মশা নিধনের কার্যক্রম চলছে। পরিস্কার হবে নোংরা ড্রেন। গেল ক’মাস ধরে মশার উপদ্রব বেড়েছে খুলনা শহরে। কয়েল বা স্প্রে ব্যবহার করেও সুবিধা পাচ্ছে না নগরবাসী। এ’ অবস্থায় চরম সমস্যায় পড়েছে শিক্ষার্থীরা। নগরীর ময়লাপোতা, শিববাড়ি, নিরালা, গল্লামারি, শান্তিধাম, ডাকবাংলাসহ আশপাশের এলাকার ড্রেনগুলো দীর্ঘদিন ধরেই অপরিচ্ছন্ন। দৌলতপুর আর খালিশপুরের বাসিন্দারা অনেকদিন ধরেই ওষুধ ছিঁটানোর দাবি জানালেও, সাড়া মেলেনি কর্তৃপক্ষের। শহরের অধিকাংশ ড্রেনের প্রবাহ বন্ধ থাকায় এমন বেহাল অবস্থা। নির্বাচনের আগে প্রতিশ্র“তি দিলেও, তা পূরণ করেননি জনপ্রতিনিধিরা। নগরীর বাসিন্দারা বলছেন, অপরিচ্ছন্ন ড্রেনের বিকট গন্ধে অসুস্থ হয়ে পড়ছেন তারা। অযথাই মাসে মাসে বিল গুনছেন সিটি করপোরেশনের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি