ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ট্রাম্পের সঙ্গে বৈঠকে দু’দেশের সম্পর্ক উন্নয়নে আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪:৪২, ১৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৪২, ১৮ নভেম্বর ২০১৬

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে দু’দেশের সম্পর্ক উন্নয়নে আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হিসেবে বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা মাইকেল ফ্লিনকে প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। অপরদিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রুডি জুলিয়ানি ও জন বল্টনের পাশাপাশি উঠে এসেছে ট্রাম্পবিরোধী মিট রমনির নামও। নির্বাচিত হওয়ার পর এই প্রথম কোনো বিদেশী নেতার সাথে বৈঠক করলেন ট্রাম্প। বৈঠক শেষে দুই দেশের মধ্যে বিশ্বাসের বন্ধন গড়ে তোলার ব্যাপারে আশা প্রকাশ করেন জাপানের প্রধানমন্ত্রী। এদিকে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হিসেবে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফ্লিনকে প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। বিতর্কিত এ সেনা কর্মকর্তাকে ২০১৪ সালে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির পরিচালক পদ থেকে সরিয়ে দেয়া হয়। এর পেছনে ইসলাম নিয়ে তার দৃষ্টিভঙ্গী বড় একটি কারন। অপরদিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রুডি জুলিয়ানি ও জন বল্টনের পাশাপাশি উঠে এসেছে ট্রাম্পবিরোধী মিট রমনির নামও। অন্তর্বর্তী প্রশাসনে দলীয় কোন্দলে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তাই এবার কুশনার হোয়াইট হাউসে যাওয়ার আইনসম্মত রাস্তা খুঁজছেন বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি