ডেঙ্গুতে উপসচিবের স্ত্রীর মৃত্যু
প্রকাশিত : ১৪:১১, ৩০ জুলাই ২০১৯ | আপডেট: ১৪:৪২, ৩০ জুলাই ২০১৯
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ফারজানা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালে সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফারজানা ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলেন। সোমবারই তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তাকে আইসিইউতে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
জানা গেছে, মৃত ফারজানা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইকোনিক্স ইউনিটের উপপরিচালক (উপসচিব) ড. নুরুল আমিনের স্ত্রী। রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় থাকতেন তিনি।
এ নিয়ে চলতি মাসে ঢামেকেই ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হলো। যার মধ্যে ৬ জনই নারী বলে জানান তিনি। গতকাল সোমবার সকাল ১০টা পর্যন্ত ৫৯৩ জন ডেঙ্গু রোগী ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢামেক সূত্রে জানা গেছে, এ বছরের জুলাই মাস পর্যন্ত ঢামেক হাসপাতালে ডেঙ্গু রোগে ভর্তি হয়েছে মোট ২ হাজার ১১ জন। যার মধ্যে শুধু জুলাইয়ে ১ হাজার ৮৫৮ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া এ বছরের জানুয়ারিতে তিনজন, মার্চে চারজন, এপ্রিলে তিনজন, মে মাসে ৮ জন, জুনে ১৩৫ ভর্তি হন। তবে জুলাইয়ের ২৮ দিনে একলাফে এ সংখ্যা ১ হাজার ৮৫৮ জনে গিয়ে দাঁড়িয়েছে।
আই/
আরও পড়ুন