ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

৬১ জেলায় হাসপাতালে ভর্তি ১৩৩৫ ডেঙ্গু রোগী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩১, ৩০ জুলাই ২০১৯ | আপডেট: ১৯:৩২, ৩০ জুলাই ২০১৯

দেশের ৬১টি জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৩৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গতকাল জানানো হয়েছিল অন্তত ৫০ জেলায় ডেঙ্গু রোগী পাওয়া গেছে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজারে। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। আবার রোগী মৃত্যুর সংখ্যাও বাড়ছে। ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেলে মারা গেছেন ৩ রোগী। ঢাকার বাইরে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে চিকিৎসকরা বলছেন, এবার ডেঙ্গুর ধরন বদলেছে। বিগত বছরগুলোতে ডেঙ্গুর যে ধরন ছিল এবার তা ভিন্ন। এ কারণে ডেঙ্গু আক্রান্ত হলেও মানুষ বুঝতে পারছে না।

তবে এ মাসের শুরুর দিকে চিকিৎসকরা এক দিনের জ্বর হলেই চিকিৎসকের কাছে যেতে পরামর্শ দেন। এরপর থেকে মানুষ সচেতন হয়েছে।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক পরিচালক ডা. মাহমুদুর রহমান বলেন, ‘মশার প্রজনন ও বর্জ্য অব্যবস্থাপনা- সব মিলিয়ে এত অস্বাস্থ্যকর পরিবেশ, সচেতনতা না বাড়ালে ডেঙ্গু ম্যানেজ করা খুব কঠিন। আর যখন রোগটা হয়ে গেলো, তখন তার সঠিক সময়ে ডিটেকশন এবং ম্যানেজমেন্ট খুব জরুরি।’

তিনি বলেন, ‘সঠিক সময়ে ডায়াগনসিস হওয়ার পর সাপোর্টিভ ম্যানেজমেন্ট দেওয়া গেলে মৃত্যুর হার হয়তো কম হতো বা অনেকাংশে সেভ করা যেতো। আর এটা এখনও সম্ভব।’ 

ডা. মাহমুদুর আরও বলেন, ‘আগে যেমন রক্তক্ষরণ হয়ে প্লাটিলেট কম হতো এবারে সেরকম না, অনেক ক্ষেত্রেই রোগী শকে চলে যাচ্ছে সরাসরি। প্লাটিলেট স্বাভাবিক থাকলেও রোগী শকে চলে যাচ্ছে- এমনটাও হচ্ছে এবার।’

অন্যাদিকে ডেঙ্গু পরিস্থিতির কারণে স্বাস্থ্য বিভাগে কর্মরতদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান। তিনি বলেছেন, ডেঙ্গু পরিস্থিতির কারণে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

এনএম/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি