ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লিওয়ানডোভস্কির জোড়া গোলে বায়ার্ন মিউনিখের জয়

প্রকাশিত : ১২:৩৫, ১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১২:৩৫, ১ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগায় লিওয়ানডোভস্কির জোড়া গোলে হোফেনহেইমকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকে বায়ার্ন। ৩২ মিনিটে লিওয়াডোভস্কি গোল করে দলকে এগিয়ে নেন। বিরতির পরও আক্রমন অব্যাহত রাখে বিজয়ী দল। ৬৪ মিনিটে ম্যাচের সেরা তারকা লিওয়ানডোভস্কি আরেকটি গোল করে দর্শকদের আনন্দে ভাসান। এরপর আরো কয়েকবার প্রতিপক্ষের সীমানায় আক্রমন শানায় বায়ার্ন মিউনিখ। তবে, আর গোল না হলেও দারুন জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ। এই জয়ে ১৯ খেলায় ৫২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে অবস্থান করছে জার্মান এই শীর্ষ ক্লাব। দিনের অন্য ম্যাচে ওলফসবার্গ ও এফসি কোলনের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি