ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারালেন টেড ক্রুজ

প্রকাশিত : ১০:৩৭, ৬ মার্চ ২০১৬ | আপডেট: ১০:৩৭, ৬ মার্চ ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে দুটি অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পকে হারালেন টেড ক্রুজ। ডেমোক্র্যাটদের লড়াইয়ে কানসাসে হেরে গেছেন হিলারি ক্লিনটন। শনিবার একসঙ্গে ৫ অঙ্গরাজ্যে ভোট গ্রহন হয়। তবে লুসিয়ানায় জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কেন্টাকিতেও এগিয়ে আছেন বিলিয়নিয়ার এই ব্যবসায়ী। এদিকে ডেমোক্রেটদের প্রার্থী নির্বাচনে কানসাসে হিলারি ক্লিনটনকে হারিয়েছেন বার্নি স্যান্ডার্স। বিশ্লেষকরা বলছেন ফ্লোরিডা ও ওহাইওতে জয়ী হলে ট্রাম্পের মনোনয়ন ঠেকানো অসম্ভব হয়ে পড়বে। যদিও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনিসহ কয়েকজন রিপাবলিকান এরইমধ্যে ট্রাম্প যাতে মনোনয়ন না পান সেজন্য প্রচারনা চালানোর ঘোষণা দিয়েছেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি