ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ডেঙ্গু নিধনে আসছে কয়েক লাখ টেস্টিং কিটস: স্বাস্থ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৫, ১ আগস্ট ২০১৯

ডেঙ্গু নিধনে আজ রাতেই এক লাখ কিটস আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বাকিগুলো আগামীকাল আসবে বলে জানান তিনি। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে মিটফোর্ড হাসপাতালে এক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে এখন প্রায় ২০ হাজারে পৌঁছেছে।

তিনি আরও বলেন, ঈদের সময় ডেঙ্গু রোগীরা বাড়িতে যাবে, এ সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।  

তিনি জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা আমাদের মন্ত্রণালয়ের সবার ঈদের ছুটি বাতিল করেছি।

এদিকে, ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি নিয়ে পূর্ব নির্ধারিত স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈনুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ দুপুর ২টায় এক সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেস ব্রিফিংয়ের পরবর্তী সময় পরে জানিয়ে দেয়া হবে। 

প্রসঙ্গত, দেশজুড়ে পরিস্থিতি অবনতির মধ্যেই ব্যক্তিগত ভ্রমনে গত ২৭ জুলাই মালয়েশিয়া যান স্বাস্থ্যমন্ত্রী। আগামী ৪ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল। তবে ডেঙ্গুর এ মহামারি অবস্থায় বিদেশ ভ্রমণের কারণে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সমালোচনারমুখে পড়েন স্বাস্থ্যমন্ত্রী। এমন পরিস্থিতিতে বুধবার রাত ১টার দিকে দেশে ফেরেন তিনি। 

বৃহস্পতিবার সকালে মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০০ শয্যার একটি ওয়ার্ড উদ্ধোধনকালে তিনি এসব কথা বলেন তিনি। 

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি