তিন বছরেও ত্বকী হত্যা মামলার চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করা হয়নি
প্রকাশিত : ১০:৪৬, ৬ মার্চ ২০১৬ | আপডেট: ১০:৪৬, ৬ মার্চ ২০১৬
তিন বছরেও নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করা হয়নি। এত দিনেও বিচার না হওয়ায় ক্ষুব্ধ ও শংকিত স্বজনসহ এলাকাবাসী। আলোচিত এ হত্যাকাণ্ডের দ্রুত বিচারের তাগিদ বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের।
ত্বকী হত্যার বিচার দাবিতে এখনও নানা কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন ও এলাকাবাসী।
২০১৩ সালের ৬ই মার্চ ‘এ’ লেভেল পরীক্ষায় রসায়ন ও পদার্থ বিদ্যায় বিশ্বের সর্বোচ্চ নাম্বার পাওয়া মেধাবী ছাত্র ত্বকীকে অপহরণের পর নির্যাতন করে হত্যার পর মৃতদেহ ফেলে দেয়া হয় নদীতে। ২০১৪ সালের মার্চে র্যাব ১১ জনের বিরুদ্ধে অভিযোগের খসড়া গণমাধ্যমে প্রকাশ করে। কিন্ত এর পর দুই বছর পার হয়ে গেলেও দেয়া হয়নি চূড়ান্ত চার্জশিট। এ নিয়ে ক্ষুব্ধ ও শংকিত স্বজনসহ এলাকাবাসী।
দ্রুত ত্বকী হত্যার বিচার শেষ করার দাবি জানালেন বিভিন্ন সংগঠন, সংস্থা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
তিন বছর পরও র্যাবের দাবী, এগিয়ে চলেছে তদন্ত কাজ। তবে চূড়ান্ত অভিযোগ পত্র বা চার্জশীট কবে দেয়া হবে,সেব্যাপারে কিছুই বলতে পারছেননা র্যাব কর্মকর্তা।
আইনের শাসন প্রতিষ্ঠায় ত্বকীসহ সকল শিশু হত্যার বিচার দ্রুত শেষ করার দাবি এলাকাবাসীর।
আরও পড়ুন