ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো ঠাই নেই: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪:৫১, ১৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫১, ১৯ নভেম্বর ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো ঠাই নেই। এদেশের এক ফোটা মাটিও জঙ্গি-সন্ত্রাসীদের ব্যবহার করেতে দেয়া হবে না। গণভবন থেকে চট্টগ্রামের মানুষের সাথে ভিডিও কনফারেন্সে বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ করেন প্রধানমন্ত্রী। সর্বস্তরের মানুষকে নিয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিহতেরও আহ্বান জানান তিনি। জঙ্গিবাদ, সন্ত্রাসবিরোধী এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে চট্টগ্রাম বিভাগের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স। বক্তৃতায় প্রথধানমন্ত্রী বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে সরকার সফলতার সাথে কাজ করে করে যাচ্ছে। সন্ত্রাসবাদ কায়েমে বিএনপি এখনো তৎপর বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। এর আগে, ভিডিও কনফারেন্সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শিক্ষাখাতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। এছাড়া চট্টগ্রামের বোট ক্লাব ঘাটে কর্ণফুলী নদীতে অবস্থানরত গবেষণা ও জরিপ জাহাজ আর ভি মীন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সমুদ্র সম্পদের সঠিক ব্যবহারে দেশকে শতভাগ দারিদ্রমুক্ত করার প্রত্যয়ের কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন হওয়ায় জাহাজটি গভীর সমুদ্রে মাছের ধরণ, মজুদ ও আহরণসহ বছরব্যাপী আবহাওয়ার তথ্য ও জরিপ পরিচালনায় আনুষ্ঠানিকভাবে কমিশন লাভ করলো।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি