ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

টিআর ও কাবিখা’র চাল আর নগদ টাকা লোটপাট

প্রকাশিত : ১২:১৫, ২০ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:১৫, ২০ নভেম্বর ২০১৬

সিরাজগঞ্জের চৌহালীতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টেস্ট রিলিফ- টিআর ও কাজের বিনিময়ে খাদ্য- কাবিখা’র আওতায় নেয়া অধিকাংশ প্রকল্পের চাল আর নগদ টাকা লোপাটের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছেন, এসব বরাদ্দের কোন হদিসতো নেইই, থেমে আছে কাজও। তাদের অভিযোগের প্রেক্ষিতে তদন্তে মাঠে নেমেছে প্রশাসন। সিরাজগঞ্জে যমুনা ভাঙ্গন কবলিত উপজেলা চৌহালী। এখানকার অধিকাংশ এলাকাই চরাঞ্চল। অনগ্রসর এই উপজেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়নে টিআর-কাবিখা কর্মসূচির আওতার ১১৭টি প্রকল্পের অধিকাংশ বাস্তবায়ন হয়নি। এসব প্রকল্পের জন্য বিভিন্ন সময়ে বরাদ্দ দেয়া সাড়ে ৬৭ লাখ টাকা আর ১২০ টন চালের হদিসও নেই। স্থানীয়দের অভিযোগ, প্রকল্প সংশ্লিষ্টদের ভাগবাটোয়ারায় কারণে উন্নয়নের ছোয়া লাগেনি শিক্ষা প্রতিষ্ঠানে, সংস্কার হয়নি রাস্তাঘাট। কয়েকটি স্কুলে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের জন্য টাকা বরাদ্দ করা হলেও কিছুই জানেনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ। প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখতে মাঠ পর্যায়ে তদন্ত করা হচ্ছে বলে জানালেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা। টিআর-কাবিখা প্রকল্পে টাকা-চাল আত্মসাতকারিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি