ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভারতের রেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২০ জন

প্রকাশিত : ১১:৩১, ২১ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:৩১, ২১ নভেম্বর ২০১৬

ভারতের উত্তর প্রদেশে রেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে  দাঁড়িয়েছে একশ বিশ জনে। এ ঘটনায় আহত হয়েছে একশ’রও বেশি মানুষ। ধ্বংসস্তুপের ভেতরে এখনও আটকা পড়ে আছে অনেকেই। তাদের উদ্ধারে  কাজ  করছে সেনাবাহিনী ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দল। হাসপাতালে আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক।  নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। গতকাল কানপুরের পুখরাইয়ায় ট্রেনটির ১৪টি বগি লাইনচ্যুত হয়। সেমময় একটির সঙ্গে আরেকটি বগির সংঘর্ষে দুমগে মুচড়ে যায়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ঘটনা তদন্তে গঠিত কমিটি কাজ শুরু করেছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি