ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভোগান্তির আরেক নাম দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু

প্রকাশিত : ১৫:২২, ২১ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৫:২২, ২১ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

নগরবাসীর ভোগান্তির আরেক নাম দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু। চলাচলের সুবিধার জন্য নির্মাণ হলেও ব্রিজের ওপরেই সিএনজি ও লেগুনার অবৈধ স্ট্যান্ড, যেখানে সেখানে বাসের যাত্রী ওঠানো নামানোয় তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। নষ্ট হচ্ছে কর্মজীবী মানুষের মূল্যবান কর্মঘন্টা। দুর্ভোগ কমাতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান সাধারণ মানুষের। আর সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন। দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু। গুরুত্বপূর্ণ এ সেতু দিয়ে কাজের প্রয়োজনে প্রতিদিন হাজারো মানুষ রাজধানীতে আসেন, আবার রাজধানী থেকে চলে যান নিজের গন্তব্যে। কিন্তু প্রায় প্রতিদিনই যানজটের ভোগান্তিতে পড়তে হয় তাদের। ব্রিজের ওপরে এভাবেই গড়ে উঠেছে সিএনজি অটোরিক্সার স্ট্যান্ড। আছে লেগুনা স্ট্যান্ডও। ব্রিজের ওপর রাস্তা দখল করে বাদামের ব্যবসা। আর এরকমভাবে হঠাৎই ব্রিজের মুখে বাসগুলো এসে যাত্রী ওঠায় এবং নামায়। ব্রিজের ওপরও থামছে বাসগুলো। নিয়মের তোয়াক্কা না করে সিএনজিগুলো আবার চলে উল্টো রাস্তায়। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এসব কারণেই প্রতিদিনই ব্রিজের দুই পাশেই লেগে থাকে যানজট। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ভোগান্তি কমাতে শিগগিরই উদ্যোগ নেয়ার কথা জানালেন দক্ষিণের মেয়র। সমস্যা সমাধানে দ্রুতই ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে নগরবাসী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি