ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে হাইকোর্টের খারিজ করা রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিলের আদেশ আগামী বৃহস্পতিবার

প্রকাশিত : ১৫:৪৪, ২১ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৪৪, ২১ নভেম্বর ২০১৬

নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে হাইকোর্টের খারিজ করা রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভ টু আপিলের আদেশ আগামী বৃহস্পতিবার। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চে শুনানি শেষে এ দিন নির্ধারন করেন। গত বছরের ১৮ জুন খালেদার বিরুদ্ধে দুদকের দায়ের করা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম বিচারিক আদালতে চলবে বলে রায় দেন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ। মামলাটি বাতিলে খালেদার রিট ও বিচারিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে দুই মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। গত বছরের ৩০ নভেম্বর হাইকোর্টের আদেশে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান খালেদা। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারিক আদালত।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি