ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

২ সন্তান হত্যার ঘটনায় মা জেসমিনকে মনোরোগ বিশেষজ্ঞের সহায়তায় জিজ্ঞাসাবাদ

প্রকাশিত : ১৫:২৭, ৬ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:২৭, ৬ মার্চ ২০১৬

রাজধানীর বনশ্রীতে দুই সন্তান হত্যার ঘটনায় তাদের মা জেসমিনকে মনোরোগ বিশেষজ্ঞের সহায়াতা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া কারও সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল কি-না সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম। বনশ্রীতে ভাই-বোন হত্যা মামলায় তাদের মা মাহফুজা মালেক জেসমিনকে জিজ্ঞাসাবাদে রামপুরা থানা পুলিশকে সহযোগিতা করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সন্তানদের পড়াশোনা আর ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তার কারণেই জেসমিন তার সন্তানদের হত্যা করেছে কি-না তা নিশ্চিত হতে চাইছে তারা। পাশাপাশি আরও বেশ কিছু বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানান, ঢাকা মহানগর পুলিশের এই কর্মকর্তা। সন্তান হত্যায় অভিযুক্ত মা শারীরিক ও মানসিকভাবে সুস্থ কি-না তা নিশ্চিত হতে জিজ্ঞাসাবাদে একজন মনোবিদের সহায়তা নেয়া হচ্ছে বলেও জানান তিনি। তবে মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময় মানসিক সমস্যা সাধারণ চোখে বোঝা যায় না। অনেক সময় হত্যাকাণ্ড ঘটিয়েও কেউ কেউ মানসিকভাবে অসুস্থ্য হয়ে পড়েন। সোমবার সন্ধ্যায় বনশ্রীর বাসায় ১২ বছর বয়সী নুসরাত আমান অরণি ও ৬ বছর বয়সী আলভী আমানকে শ্বাসরোধে হত্যা করা হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি