ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

জমির উদ্দিন ও জাহাঙ্গীর ফরিদের ২২তম মৃত্যু বার্ষিকী পালন

প্রকাশিত : ২১:০৩, ২১ নভেম্বর ২০১৬ | আপডেট: ২১:০৩, ২১ নভেম্বর ২০১৬

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে পালিত হলো চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস জমির উদ্দিন ও ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর ফরিদের ২২তম মৃত্যু বার্ষিকী। নগরীর কাজির দেউরীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসে, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। সভায় বক্তারা বলেন, সংগঠন শক্তিশালী হলেই দল শক্তিশালী হবে, আর তাই ছাত্রদল নেতাকর্মীদেরকে সংগঠনকে শক্তিশালী করার জন্য আহবান জানানো হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি