ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২৬ বছর ধরে বন্ধ রয়েছে 'চাকসু' নির্বাচন

প্রকাশিত : ০৯:৩১, ২২ নভেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৩১, ২২ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

২৬ বছর ধরে বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্বিবিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন-চাকসু নির্বাচন। ফলে বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষামূলক কার্যক্রমসহ ব্যহত হচ্ছে বিশ্ববিদ্যায়ে মুক্তিবুদ্ধি চর্চা। এছাড়া ক্যাম্পাসে আধিপত্য বিস্তার, সহিংসতার ঘটনা বাড়ছে বলে মনে করেন চাকসুর সাবেক নেতারা। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অবিলম্বে চাকসু নির্বাচন দেয়ার দাবী জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারী। বিশ্ববিদ্যালয়ের সব ক’টি হল এবং চাকসুতে বিজয়ী হয় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সর্বদলীয় ছাত্র ঐক্য। তবে ওই বছরের ২২ শে ডিসেম্বর সর্বদলীয় ছাত্র ঐক্যের মিছিলে শিবিরের হামলায় নিহত হয় ছাত্র মৈত্রী নেতা ফারুকজ্জামান ফারুক।  ক্যাম্পাসের দখল নেয় ছাত্র শিবির। বন্ধ হয়ে যায় চাকসুর কার্যক্রম। এত বছর কার্যক্রম বন্ধ থাকায় চাকসু ভবন হয়ে পড়েছে ঝরাজীর্ণ। শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রম, অধিকার বাস্তবায়ন, মুক্তবুদ্ধির চর্চা, নেতৃত্বের বিকাশ এবং ক্যাম্পাসে সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাকসু নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং চাকসুর সাবেক নেতারা। নির্বাচন না হওয়ায় মেধা ভিত্তিক প্রতিনিধিত্ব গড়ে উঠছে না বলে মনেকরেন তারা। এ জন্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্যোগ নেয়ারও কথা বলেন চাকসুর সাবেক নেতারা। শিক্ষা, গবেষনাসহ ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ফিরে আনতে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেয়া প্রয়োজন বলে মনে করেন ৪২ ধরে শিক্ষকতার পেশায় থাকা এই অর্থনীতিবিদ। সুস্থ ধারার ছাত্ররাজনীতি, গনতন্ত্রের চর্চা এবং নেতৃত্বের বিকাশের জন্য ছাত্র সংসদ নির্বাচন আয়োজনে  কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে- এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি