ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ওবায়দুল কাদেরের দুঃখ প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮, ১১ আগস্ট ২০১৯ | আপডেট: ১২:১১, ১১ আগস্ট ২০১৯

মহাসড়‌কে ঈদয‌াত্রায় ভোগা‌ন্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

তিনি বলেন, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ছাড়া সারা‌দে‌শে ঈদযাত্রা‌ সম্পূর্ণ স্ব‌স্তিদায়ক হ‌য়ে‌ছে। এক‌টি প‌য়ে‌ন্টে ঈদযাত্রায় ঘর ফেরত যাত্রী‌দের ভোগা‌ন্তি হওয়ায় আন্ত‌রিকভা‌বে দুঃখ প্রকাশ করছি।

রোববার সকালে রাজধানীর সা‌য়েদ‌াবা‌দে সড়ক ও জনপথ মো‌ড়ে ঈদযাত্রা নি‌য়ে আলাপকা‌লে গণমাধ্যম কর্মী‌দের তিনি এসব কথা ব‌লেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বৈরী আবহাওয়া ও পশুবাহী গাড়ির কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। তবে ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোনো ভোগান্তি হয়নি। কেবল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কিছু অংশে যানজটের সৃষ্টি হয়েছে। এই পয়েন্টেই কেবল সমস্যা। সারা দেশে পরিস্থিতি ভালো ছিল। একটিমাত্র রুটের একটি অংশে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সে কারণে টার্মিনালেও খানিক দুর্ভোগ হয়েছে। টাঙ্গাইল অংশে দুর্ভোগের জন্য আন্তরিকভাবে দুঃখিত।’

মন্ত্রী বলেন, ‘সারা দেশে ঘরমুখো মানুষ নির্বিঘ্নেই যাত্রা করেছেন। ভিজিলেন্স টিম অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সারা দেশের চিত্র ভালো। একটা পয়েন্টে সমস্যা হয়েছে। ঢাকা এলেঙ্গা চার লেনের রাস্তা দুই লেনে গিয়ে পড়ার কারণেই চাপ সৃষ্টি হয়েছে। এটা সাময়িক কষ্ট। রং সাইডেও অনেক গাড়ি চলে এসেছে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত চার লেন করার পরিকল্পনা চলছে। ঢাকা চট্টগ্রামে এবারের মতো স্বস্তিদায়ক যাত্রা আর হয়নি। যেখানে যানজট সেখানে হাইওয়ে পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।’


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি