ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নাইজেরিয়ায় বোকা হারামের হামলায় নিহত ৮৬ আহত ৩৫

প্রকাশিত : ১২:৩৫, ১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১২:৩৫, ১ ফেব্রুয়ারি ২০১৬

নাইজেরিয়ার দালোরি শহরে বোকা হারামের হামলায় কমপক্ষে ৮৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩৫ জন। দেশটির জরুরী ব্যবস্থাপনা বিষয়ক সংস্থার প্রধান জানান, শনিবার রাতে মাদুগুরি প্রদেশ থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে দালোরি শহরের শরণার্থী শিবিরের কাছে হামলা চালায় বোকো হারাম। প্রায় চার ঘণ্টার বেশি সময় ধরে চলে তান্ডব। শহরটির অধিকাংশ বাড়ি-ঘরই আগুনে পুড়িয়ে দেয় তারা। নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে বাসিন্দাদের। কমপক্ষে দুইটি আত্মঘাতি বোমার বিস্ফোরণ ঘটা। বোকো হারামের সহিংসতার শিকার হওয়া প্রায় ২০ হাজারের বেশি মানুষের বসবাস ওই শরণার্থী শিবিরে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি