ঈদের আনন্দ নেই কয়েকশো গ্রামে [ভিডিও]
প্রকাশিত : ১১:২৫, ১২ আগস্ট ২০১৯ | আপডেট: ১১:৩০, ১২ আগস্ট ২০১৯
বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না পারায় ঈদের আনন্দ নেই দেশের বিভিন্ন এলাকার চরাঞ্চলের বাসিন্দাদের। বিধ্বস্ত ঘরবাড়ি-রাস্তাঘাট আর দুঃস্থ জীবনের পরিস্থিতি সামলাতেই হিমশিম খাচ্ছে গাইবান্ধা আর সিরাজগঞ্জের কয়েকশো গ্রামের মানুষ। বন্যাকবলিত এসব এলাকায় দেয়া হচ্ছে না কোরবানী, শিশুরা জন্যও কেনা হয়নি নতুন কাপড়, নেই ঈদ আনন্দ।
বন্যায় ঘড়বাড়ি বসতভিটা আর ফসল হারিয়ে নিঃস্ব চরের বাসিন্দারা। কোরবানীর মজা, নতুন জামা, কিংবা সেমাই পায়েস কিছুই নেই এখন চরাঞ্চলের এই মানুষগুলোর। নেমে গেছে বন্যার পানি, সঙ্গে ভাসিয়ে নিয়ে গেছে ঈদের আনন্দ। তার পড়েও যেন বাঁধ মানে না শিশুদের উল্লাস।
সিরাজগঞ্জের যমুনার দুর্গম চর চৌহালীর চালুহারা গ্রামে বন্যাপরবর্তী সময়ে শুধুই হতাশা। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় এবার সবার ঘরেই অভাব। শিশুদের নতুন জামার আবদার থাকলেও মিটাতে পারছে না বাবা-মায়েরা।
গাইবান্ধার চরাঞ্চলের দুই গ্রামে এবার কোরবানী হচ্ছে না। ব্রহ্মপুত্র নদীর উজালডাংগা আর কোচখালী চরে এবার ৭- ৮ জন মিলেও পারছেন না কোরবানী দিতে। সামর্থের কাছে হার মানছে তাদের সব ইচ্ছে।
তাই বছরের অন্য দিনগুলোর মতই খাওয়া-পড়ার হিসেব কষেই দিনটি পার করছেন বানের পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
আরও পড়ুন