ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

আগামী বছর মার্চ থেকে চালু হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল

প্রকাশিত : ১৫:৫৭, ২৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৫৭, ২৪ নভেম্বর ২০১৬

আগামী বছর মার্চ থেকে চালু হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল। এরিমধ্যে শেষ পটুয়াখালীর কুয়াকাটায় ল্যান্ডিং স্টেশনের কাজ। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি জানিয়েছে, শুধু ল্যান্ডিং স্টেশন থেকেই আসবে ২০০ জিবিপিএস ইন্টারনেট সুবিধা, যা প্রায় আটগুন সম্প্রসারনযোগ্য। আর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বলছে, সাবমেরিন কেবলটি পুরোদমে চালু হলে রপ্তানী করা যাবে পর্যাপ্ত ব্যান্ডউইথ। বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে যুক্ত হবার প্রকল্পটি প্রায় ৬৬০কোটি টাকার; যা শুরু হয়েছিল তিন বছর আগে। এরিমধ্যে শেষ হয়েছে মৌলিক কাজ, বাকিটুকু’র জন্য লাগবে মাস চারেক সময়। আর এরপরেই দেশের ইন্টারনেট খাতে ঘটবে যুগান্তকারী পরিবর্তন। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানী বলছে, ফাংশনাল বিল্ডিং, স্টাফ কোয়ার্টারসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ কাজ চলছে। নতুন এ সাবমেরিন ক্যাবলে যুক্ত হলে ডাটা সেক্টর, ই-কমার্সখাত, সফটওয়ার নির্ভর ব্যবসাসহ বিভিন্ন কাজে গতি বাড়বে কয়েকগুন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বলছে, প্রায় ১৫জিবিপিএস পর্যন্ত সম্প্রসারনযোগ্য হওয়ায় দেশের মোট ব্যান্ডউইথের পরিমান বেড়ে যাবে। রপ্তানী করা যাবে দেশের চাহিদা মিটিয়েও। দি¦তীয় সাবমেরিন ক্যাবলে যুক্ত হবার মাধ্যমে দেশের আইসিটি খাত ও টেলিকম কোম্পানীগুলো তাদের ইন্টারনেট চাহিদার বড় অংশ মেটাতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি