ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

তাইওয়ানী নাগরিক হত্যা চেষ্টা মামলায় নারীসহ ৪ জনকে আটক

প্রকাশিত : ১৬:৩৬, ২৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৩৬, ২৫ নভেম্বর ২০১৬

উত্তরায় তাইওয়ানী নাগরিক হত্যা চেষ্টা মামলায় এক নারীসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব। সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর অধিনায়ক তুহিন মোহম্মদ মাসুদ জানান, ২৪ নভেম্বর হালিমা নামের ওই নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে র‌্যাব জানায়, তাইওয়ানী ওই নাগরিকদের বাসায় গৃহপরিচারিকার কজ করতো হালিমা। আসামীরা কোম্পানির চেয়ারম্যানের কাছে পাওনা টাকার জের ধরে এই হামলা চালায়। গত বছরের নভেম্বর মাসে উত্তরার একটি বাসায় তাইওয়ানী দম্পতি ওয়াং মিং চি ও তার স্ত্রী লু লি হুয়ার উপর হামলার ঘটনা ঘটে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি