ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আদিবাসী অধ্যুষিত অঞ্চলের স্বীকৃতি দিলেও বাস্তবায়ন ও কার্যকর হয়নি বলে অভিযোগ করেছেন সন্তু লারমা

প্রকাশিত : ১৯:১৩, ২৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৯:১৫, ২৫ নভেম্বর ২০১৬

চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে আদিবাসী অধ্যুষিত অঞ্চলের স্বীকৃতি দিলেও সরকার তা এখনো বাস্তবায়ন ও কার্যকর করেনি বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা। শুক্রবার রাঙামাটিতে দু’দিনব্যাপী দ্বিতীয় পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। তিনি বলেন, পার্বত্যাঞ্চলে ১৪টি জাতিসত্তা রয়েছে; যারা নিজেদের জীবনধারা ও আত্মপরিচয় নিয়ে বেঁচে থাকতে চায়। পার্বত্য চুক্তিতেও ভাষা, সংস্কৃতি ও জীবনধারার স্বীকৃতি দেয়া হয়েছে। কিন্তু সরকার তা মেনে নিতে চাচ্ছে না বলে অভিযোগ করেন সন্তু লারমা। সম্মেলন উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আফসার আহমদ। অন্যান্যের মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের লেখক ক্রায়োরি মং চৌধুরী, লেখক প্রভাংশু ত্রিপুরা, আদিবাসী লেখক ফোরামের সভাপতি শিশির চাকমা বক্তব্য রাখেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি