ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ল্যাটিন আমেরিকায় বাণিজ্যিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্ক বাড়তে সরকার কাজ করছেঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৬:০৪, ৬ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:০৬, ৬ মার্চ ২০১৬

ল্যাটিন আমেরিকার রাষ্ট্রসমুহে বাণিজ্যিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্ক বাড়তে সরকার কাজ করছে বলে জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রাজধানীর বিআইআইএসএস মিলনায়তনে বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটিজিক স্টাডিজ ও পররাষ্ট্র মন্ত্রনালয়ের যৌথ আয়োাজনে ল্যাটিন আমেরিকার রাষ্ট্রসমুহের সঙ্গে সম্পর্ক শীর্ষক এক আলোচনায় এ কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ল্যাটিন আমেরিকার রাষ্ট্রগুলোর মত বাংলাদেশেও একটি সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ব্রাাজিল, মেক্সিকোর পাশাপাশি ইকুয়েডর, ভেনেজুয়েলাসহ অন্যান্য দেশগুলোতে তৈরী পোষাক ও ওষুধ শিল্পে বাংলাদেশ গুরুত্বপূর্ন অবদান রাখতে পারে বলেও জানান মন্ত্রী। আালোচনায় জিরো ট্যারিফ দিয়ে বানিজ্যের যাত্রার আহ্বান জানান বাংলাদেশী ব্যবসায়ীরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি