ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

স্পোর্টিং গিজনকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত : ১১:৩৫, ২৭ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:৩৫, ২৭ নভেম্বর ২০১৬

স্প্যানিশ লা লিগায় রোনালদোর জোড়া গোলে স্পোর্টিং গিজনকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখলো রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাতœক খেলতে থাকে রিয়াল। ৫ মিনিটেই পেনাল্টি পেয়ে যায় রিয়াল। ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যায় তারা। ১৮ মিনিটে দারুণ এক হেডে গিজনের গোল রক্ষককে বোকা বানান সি-আর সেভেন।  ৩৫ মিনিটে স্পোর্টিং গিজনের হয়ে একমাত্র গোলটি করে কার্লোস কারমোনা। এই জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রাখলো জিদানের শিষ্যরা। ৯ পয়েন্ট নিয়ে স্পোর্টিং গিজন রয়েছে টেবিলের ১৮ নম্বরে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি