ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চারদিনের রাষ্ট্রীয় সফরে হাঙ্গেরির উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১:৫০, ২৭ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:৫০, ২৭ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

চারদিনের রাষ্ট্রীয় সফরে হাঙ্গেরির উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রেসিডেন্টের আমন্ত্রণে সেখানে তিনি বিশ্ব পানি সম্মেলনেও যোগ দেবেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ভিভিআইপি ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান মন্ত্রীপরিষদ সদস্য, তিনবাহিনীর প্রধান, আইজিপি ও কূটনীতিক কোরের সদস্যরা। সফরে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সঙ্গে যৌথভাবে বাংলাদেশ-হাঙ্গেরি বাণিজ্য ও অর্থনীতি ফোরামের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি