ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ বরগুনা, ঠাকুরগাঁও ও গোপালগঞ্জের কোটালিপাড়া মুক্ত দিবস

প্রকাশিত : ১৬:৫২, ৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৫২, ৩ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বরগুনা, ঠাকুরগাঁও ও গোপালগঞ্জের কোটালিপাড়া মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর হানাদার মুক্ত হয় বরগুনা জেলা। বিজয় শোভাযাত্রা, শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বরগুনা মুক্ত দিবস। একইদিন হানাদার মুক্ত হয় ঠাকুরগাঁও জেলা। হানাদার বাহিনীর বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলে মুক্তিকামী মানুষ এদিন ঠাকুরগাঁওয়ে উড়িয়েছিল নতুন পতাকা। এই দিনে ৫শ’ পাকিস্তানী সৈন্যকে পরাস্ত করে মুক্তিযোদ্ধারা গোপালগঞ্জের কোটালিপাড়াকে শত্র“মুক্ত করেছিলেন। এ’ উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দেয়া, আলোচনা সভার আয়োজন করেছে হেমায়েত বাহিনীসহ বিভিন্ন সংগঠন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি