বঙ্গবন্ধু সারা জীবন জনগণের কল্যাণে সংগ্রাম করেছেন : শিল্পমন্ত্রী
প্রকাশিত : ২০:৫৩, ২৬ আগস্ট ২০১৯
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণকে নিয়ে জনগণের কল্যাণে সারা জীবন আন্দোলন সংগ্রাম করেছিলেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নিজেই একটি ইন্সটিটিউশন। তাঁকে জানা খুব সহজ। তিনি সারাজীবন সাদাসিধে জীবনযাপন করেন।’
শিল্পমন্ত্রী আজ বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন- বিসিকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
বিসিকের চেয়ারম্যান মোস্তাক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্পসচিব মো. আবদুল হালিম।
হাতে সময় খুব কম উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, বিশ্ব এগিয়ে গিয়েছে। তাই আমাদের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। সবাইকে সাথে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। শিল্পমন্ত্রী এ সময় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন অলাভজনক শিল্পপ্রতিষ্ঠানসমূহকে লাভজনক করার জন্য কলকারখানায় কর্মরত সকল শ্রমিক-কর্মচারী-কর্মকর্তার প্রতি আহ্বান জানান।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণে তাঁর স্থাপিত বিসিককে গুরু দায়িত্ব পালন করতে হবে। স্থানীয় কাঁচামালের ভিত্তিতে দেশের সর্বত্র গুচ্ছ শিল্পাঞ্চল স্থাপন করে কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। দেশের শিল্পখাতকে উত্তরোত্তর উন্নতির পথে নিয়ে গেলে জাতির পিতার আত্মা শান্তি পাবে।
এসি
আরও পড়ুন