ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

প্রতিষ্ঠার সাত বছর পরও বেহাল দশা বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত চা যাদুঘরের

প্রকাশিত : ১২:৩১, ৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:৩৯, ৭ মার্চ ২০১৬

প্রতিষ্ঠার সাত বছর পরও বেহাল দশা, বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত দেশের একমাত্র চা যাদুঘরের। পর্যাপ্ত জায়গার অভাবে প্রাচীন সামগ্রীও পড়ে আছে খোলা আকাশের নিচে। দেশে চা শিল্পের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে যাদুঘরের উন্নয়নে সরকারকে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেড়শ’ বছরের পুরনো চা শিল্পের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার লক্ষ্যে, ২০০৯ সালে চা যাদুঘর স্থাপনের উদ্যোগ নেয়, চা বোর্ড। ব্রিটিশ আমলে বাগানে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী সংরক্ষণের পাশাপাশি, নতুন প্রজন্মের সঙ্গে এই শিল্পের ঐতিহ্যের পরিচয় করিয়ে দেয়াই, এর উদ্দেশ্য। কিন্তু, প্রতিষ্ঠার সাত বছর পরও, পর্যাপ্ত জায়গা আর প্রচারণার অভাবে, সাধারণ মানুষের দৃষ্টির বাইরেই রয়ে গেছে দেশের একমাত্র চা যাদুঘরটি। পর্যটক আকৃষ্ট করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি জানালেন দর্শনার্র্থীরা। আর এ’ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানালো, যাদুঘর কর্তৃপক্ষ। এদিকে, পরিসর বাড়ানোর পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যাদুঘরটির নামকরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। চা শিল্প এবং এর সাথে জড়িতদের সম্পর্কে সাধারণ মানুষের জানার সুযোগ করে দিতে, যাদুঘরটির উন্নয়ন এখন সময়ের দাবি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি