ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রতিদিনই অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা, কৌশলে মিশে যাচ্ছে স্থানীয়দের সাথে

প্রকাশিত : ১১:৫৩, ৫ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১১:৫৩, ৫ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

মিয়ানমার থেকে সীমান্ত পার হয়ে প্রতিদিনই বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। শরণার্থী ক্যাম্পগুলোতে আশ্রয় নেয়ার পাশাপাশি বসতি স্থাপনও শুরু করেছে তারা। অনেকে আবার ভাড়া দিয়ে থাকা শুরু করেছে আশেপাশের বিভিন্ন এলাকায়। সীমান্তে বিজিবির সতর্ক নজরদারি ও প্রতিরোধের পরও প্রতিদিনই অনুপ্রবেশ করছে মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গারা। অবৈধভাবে আসা রোহিঙ্গারা কৌশলে মিশে যাচ্ছে স্থানীয়দের সাথে। সঠিক পরিসংখ্যান সরকারের কাছে না থাকলেও জাতিসংঘ বলছে, ১০হাজারেরও বেশী রোহিঙ্গা নতুন করে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। শরণার্থী ক্যাম্পের পাশে গড়ে উঠা বস্তির পর রোহিঙ্গারা ছড়িয়ে পড়ছে কক্সবাজারের বিভিন্ন অঞ্চলে। অনেকে আবার টাকার বিনিময়ে আশ্রয় দিচ্ছেন রোহিঙ্গাদের। শরনার্থী ক্যাম্পের বিধি-নিষেধ অমান্য করে রোহিঙ্গাদের ইচ্ছেমত চলাফেরা ও বসতি গড়ে তোলা নিয়ে শংকার কথা জানান স্থানীয়রা। সিংক- অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সভাপতি, রোহিঙ্গা প্রত্যাবাসন ও প্রতিরোধ কমিটি, কক্সবাজার
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি