ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

পুলিশের উপর আইএসের হামলায় যা বললেন তথ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ১ সেপ্টেম্বর ২০১৯

'বাংলাদেশে আইএস বলে কিছু নাই। গাড়ির চাকা বার্স্ট হলেও বলে আইএস করেছে। আবার ককটেল বিস্ফোরণ হলেও বলে আইএস করেছে। কারা যে এগুলো ছড়ায় আমরা জানি না।'

রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের ওপর বোমা হামলায় আইএস'র দায় স্বীকার প্রসঙ্গে আজ রবিবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

গাড়িচাপায় পা হারানো কৃষ্ণা রানী প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, 'কৃষ্ণা রানীর ওপর গাড়ি তুলে দেওয়া অত্যন্ত মর্মান্তিক।

আমি শুনেছি তিনি নাকি রাস্তার সাইডেই ছিলেন। সে কারণে আমি গাড়ির মালিকদের বলব যাতে তারা কোনো হেলপার দিয়ে গাড়ি না চালান। যারা এই দুর্ঘটনাটি ঘটিয়েছে তাদের বিচার হোক সেটি আমি চাই।'

'সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সামাজিক গুজব ছড়ানো হয়। আমি চাই সামাজিক যোগাযোগ মাধ্যমেই এর সমাধান হোক'- বলেন তিনি।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি