ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

৭ই মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন, প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২:৫৫, ৭ মার্চ ২০১৬ | আপডেট: ১২:৫৫, ৭ মার্চ ২০১৬

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় আওয়ামী লীগের সিনিয়র নেতা ও মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীর সাথে ছিলেন। পরে আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এসময় আওয়ামী লীগের সিনিয়র নেতা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সার্বিক মুক্তির আহ্বান ছিল জাতির জনকের ৭ মার্চের ভাষনে। তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। স্বাধীনতার ইতিহাস নিয়ে খালেদা জিয়া বিভ্রান্তি ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেন তোফায়েল আহমেদ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি