ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

সোমবার থেকে ভারতে দেখা যাবে বিটিভি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ১ সেপ্টেম্বর ২০১৯

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার ভারতে শুরু হচ্ছে। সোমবার (২ সেপ্টেম্বর)  থেকে সেখানে বিটিভির সব অনুষ্ঠানমালা দেখা যাবে। এ সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১ সেপ্টেম্বর) সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সংস্থা ইউএনবি জানায়, ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের ডিটিএইচ প্ল্যাটফরম-ডিডি ফ্রি ডিশের মাধ্যমে বিটিভির এ সম্প্রচার চলবে।

এ উপলক্ষে সোমবার বিকাল ৩টায় রাজধানীর রামপুরায় বিটিভি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

তথ্যসচিব আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি