ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ হারলেও হতাশ নন সমর্থকরা

প্রকাশিত : ১২:৫২, ৭ মার্চ ২০১৬ | আপডেট: ১২:৫২, ৭ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের কাছে বাংলাদেশ হারলেও হতাশ নন সমর্থকরা। বরং ভাল ক্রিকেট খেলে দেশবাসিকে আনন্দের উপলক্ষ এনে দেয়ায় পুরো দলকে শুভেচ্ছা জানিয়েছে তারা। ভারত শক্তিশালি প্রতিপক্ষ মেনে নিয়ে এ পরাজয়কে স্বাভাবিক হিসেবেই মেনে নিয়েছে ক্রিকেট প্রেমিরা। একই সঙ্গে আশা করলেন এই সফলতাকে সঙ্গি করেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখাবে বাংলাদেশ। এশিয়া কাপ ক্রিকেটে কাপ জয়ের খুব কাছে এসে আবারও হাতছাড়া হয়ে গেল ট্রফি। আবারও যেন ভিন্ন রুপে ফিরে এল ২০১২ সালের এশিয়া কাপ ক্রিকেট ফাইনাল। তবে এবারের বাংলাদেশ নিয়ে অনেকেই বড় স্বপ্ন দেখেছিলেন। তাইতো বড় পর্দায় খেলা দেখার জন্য বিকেল থেকেই শাহবাগ এবং টিএসসি তে জড়ো হতে থাকে হাজারো ক্রিকেট প্রেমিক। ভারতকে শক্ত প্রতিপক্ষ মেনে অনেকেই এই পরাজয়কে মেনে নিয়েছে সহজ ভাবেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আরও ভাল করবে এই প্রত্যাশা তাদের। বাংলাদেশ দলের সঙ্গে সব সময় ক্রিকেট প্রেমিরা এমন কথাও জানালেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি