ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

আজ ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ৩ সেপ্টেম্বর ২০১৯

তিন দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও মহিলাবিষয়ক মন্ত্রী মেরিস পেইন। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতেই তার এ সফর।

ঢাকায় অস্ট্রেলিয়ার দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পেইন আইওআরএর ব্লু ইকোনমি সম্মেলনে পরিবেশগতভাবে টেকসই সামুদ্রিকভিত্তিক শিল্প এবং তা তৈরির কৌশলগত দিক তুলে ধরবেন। এসবের মধ্যে রয়েছে- মাছ শিকার, জলজ শিল্প, পর্যটন, জাহাজ শিল্প, তেল ও গ্যাস। পররাষ্ট্রমন্ত্রী আইওআরএর ব্লু কার্বন হাব প্রতিষ্ঠার ঘোষণাও দেবেন।

এ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি তিনি সহিংস চরমপন্থা মোকাবেলা, বাণিজ্য ও বিনিয়োগের অগ্রগতি, অস্ট্রেলিয়ায় শিক্ষা কার্যক্রম এবং রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেও যাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি