ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজধানীতে ২শিশু হত্যা তদন্তের দায়িত্ব পেয়েছে গোয়েন্দা পুলিশ

প্রকাশিত : ১৫:৩৯, ৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৪২, ৭ মার্চ ২০১৬

রাজধানীর বনশ্রীতে দুই শিশু হত্যা মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে গোয়েন্দা পুলিশ। মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, অধিকতর তদন্তের জন্য রোববার রাতে থানা পুলিশের কাছ থেকে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। মাহফুজা মালেক জেসমিন র‌্যাবের জিজ্ঞাসাবাদে তার দুই সন্তান নুসরাত আমান অরণী ও আলভী আমানকে হত্যার ‘স্বীকারোক্তি’ দেয়ার পর শিশুদের বাবা আমানুল্লাহ গত বৃহস্পতিবার রামপুরা থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মাহফুজাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অরণী ও আলভীকে গত ২৯ ফেব্র“য়ারি রামপুরা বনশ্রীর বাসায় হত্যা করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি