ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

লা-লিগায় রিয়াল মাদ্রিদের জয়

প্রকাশিত : ১২:৩৫, ১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১২:৩৫, ১ ফেব্রুয়ারি ২০১৬

লা-লিগায় রোনাল্ডোর হ্যাট্টিকে এস্পানিওলকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে শিরোপা প্রত্যাশি রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্ন্যাব্যুতে নিজেদের সেরাটা খেলে দারুন জয় তুলে নেয় জিদানের শিষ্যরা। ৭ মিনিটে গোল করে শুরু করেন করিম বেনজেমা। ১২ মিনিটে রোনাল্ডো পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান। এরপর ১৬ মিনিটে রদ্রিগুয়েজ আরো একটি গোল করলে উল্লাসে মাতে দর্শকরা। প্রথমার্ধের শেষ মিনিটে নিজের দ্বিতীয় ও বিরতির পর ৮২ মিনিটে গোল করে হ্যাট্টিক পূর্ন করেন রোনাল্ডো। ৮৬ মিনিটে ডুয়ারটির আত্মঘাতি গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। দিনের অন্য ম্যাচে লেভেন্তেকে ৩-১ গোলে হারিয়েছে সেভিয়া। এছাড়া সেল্টা ভিগোর বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে লাস পালমাস।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি