৬ ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক
প্রকাশিত : ১৪:০০, ৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:০০, ৭ মার্চ ২০১৬
ময়মনসিংহে যাত্রীবাহী ট্রেন ও ট্রাক সংর্ঘষে ৬ ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ শুরু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে ২ জন।
রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কেওয়াটখালী রেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ভাওয়াল এক্স্রপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশন অতিক্রম করে যাওয়ার সময় কেওয়াটখালী লেভেল ক্রসিংয়ে একটি ট্রাকের সাথে সংর্ঘষ হয়। এতে ট্রাক চালক ও হেলপার আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী ভাওয়াল এক্স্রপ্রেস ট্রেনটি সরিয়ে ময়মনসিংহ স্টেশনে নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন