ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত

প্রকাশিত : ১৮:৩৭, ৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩৭, ৭ ডিসেম্বর ২০১৬

চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। সেই সঙ্গে পায়রা বন্দরের টার্মিনাল নির্মাণ করতে চায় দেশটির একধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। ঢাকায় দুই দেশের নৌপরিবহন সচিব পর্যায়ের বৈঠকে এসব বিষয়ে চুক্তি করার ঐকমত্য হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের সময়েও চুক্তি হতে পারে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশে আমদানী রপ্তানির অন্যতম মাধ্যম চট্টগ্রাম ও খুলনা সমুদ্র বন্দর। প্রতিবেশী দেশ ভারত এ দুটি বন্দর ব্যবহার করে নিজেদের ব্যবসা-বাণিজ্য এগিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে অনেক দিন ধরেই। এবার আনুষ্ঠানিকভাবে আগ্রহ জানালো দেশটি। সচিবালয়ে দুই দেশের নৌ পরিবহন সচিব পর্যায়ের বৈঠকে এম আলোচনাই হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিস্টরা। বৈঠকে, লাইট হাউস ও লাইট শিপ, কোস্টাল রুটে যাত্রী পরিবহনের বিষয়েও কথা হয়েছে। পরে বাংলাদেশের নৌপরিবহন সচিব সাংবাদিকদের জানান,  বন্দর ব্যাবহারের ক্ষেত্রে সব বিধি বিধান মেনে সমস্ত টোল দিতেও প্রস্তুত ভারত। ভারতের একটি সরকারী প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি বেসরকারী প্রতিষ্ঠান পায়রা বন্দরে বহুমুখী এই টার্মিনাল নির্মানে আগ্রহী বলে জানান দেশটির নৌপরিবহন সচিব। দুই পক্ষের মতামতের ভিত্তিতে শিগগিরই চুক্তিটি সই হবে বলে আশা করেন উভয় সচিব।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি