ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল ডাকাতের গোলাগুলিতে ২ ডাকাত নিহত

প্রকাশিত : ১০:৪৩, ৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১০:৪৩, ৮ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ফরিদপুরের পিয়ারপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল ডাকাতের গোলাগুলিতে ২ ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি নাইন এমএম পিস্তল, গুলি ও ৮টি হাতবোমা উদ্ধার করে। পুলিশ জানায়, বুধবার গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের পিয়ারপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদল ডাকাত গোলাগুলি করছে এমন খবরে টহল পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশ ৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে ঘটনাস্থলে দুইজনকে পড়ে থাকতে দেখে পুলিশ তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। নিহত দুইজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ। লাশ দুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি