ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

দ্বিতীয় পদ্মাসেতুর কাজ শিগগিরই শুরু: ওবায়দুল কাদের 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২০, ৯ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২২:২১, ৯ সেপ্টেম্বর ২০১৯

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সংসদে সরকারি দলের সদস্য খোদেজা নাসরিন আখতার হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, মাওয়া-জাজিরা পদ্মাসেতুর কাজ শেষ হলে পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মাসেতুর কাজ শুরু হবে।

কাদের বলেন, পদ্মাসেতুর কাজ এগিয়ে চলছে। সার্বিকভাবে ইতোমধ্যে ৭৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। মাওয়া থেকে জাজিরা পর্যন্ত ৬ দশমিক ১৫ কিলোমিটার পদ্মাসেতুর কাজ চলমান। এই সেতুর কাজ শেষ হলে দ্বিতীয় পদ্মাসেতুর কাজ ধরা হবে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি