ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় ভূমিকা পালন করবে চীন: রাষ্ট্রদূত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ১২ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ০৯:০৭, ১২ সেপ্টেম্বর ২০১৯

বাংলাদেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীন ‘গঠনমূলক ও সক্রিয় ভূমিকা’ পালন করবে বলে জানিয়েছেন ঢাকায় চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূত লি জিমিং। বলেন, আমরা এই ইস্যুতে কাজ করছি এবং মিয়ানমারে আমাদের রাষ্ট্রদূত (এ বিষয়ে) রাখাইন রাজ্য সফর করেছে।

বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় সংসদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন লি জিমিং। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

রোহিঙ্গা সংকটের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য একটি বড় বোঝা। তাদের অবশ্যই তাদের নিজ বাসভূমিতে ফিরে যেতে হবে।

চীন-বাংলাদেশ সম্পর্ককে এক কৌশলগত বন্ধন হিসেবে বর্ণনা করেন লি জিমিং। বলেন, চীন রোহিঙ্গা ইস্যু নিয়ে কাজ করছে। নেপিদোতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত পরিস্থিতি দেখতে রাখাইন রাজ্য সফরও করেছেন।

এ সময় গত ১০ বছরে বাংলাদেশের অসাধারণ উন্নতির ভূয়সী প্রশংসা করেছেন চীনের রাষ্ট্রদূত। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য সাধারণ নেতৃত্বের কারণে বাংলাদেশ এ সাফল্য অর্জন করেছে। রাষ্ট্রদূত বলেন, চীনের কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগের গন্তব্য একই।

ব্যবসা ও বিনিয়োগ প্রসঙ্গে লি জিমিং বলেন, চীনের উদ্যোক্তারা বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বাংলাদেশে পরস্পরের জন্য লাভজনক প্রকল্পের ওপর গুরুত্ব দেন।

অন্যদিকে, বঙ্গবন্ধুর চীন সফর বিষয়ে একটি বই প্রকাশিত হবে রাষ্ট্রদূতকে অবহিত করেন প্রধানমন্ত্রী। জবাবে লি জিমিং বলেন, আমরা বইটি চীনা ভাষায় অনুবাদ করতে চাই।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি