আন্তর্জাতিক স্পেস স্টেশনে রসদ সরবরাহ ও বর্জ্য অপসারণ করতে মহাকাশ যান পাঠিয়েছে জাপান
প্রকাশিত : ১৮:০৫, ১০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪৪, ১০ ডিসেম্বর ২০১৬
বর্জ্য অপসারণ ও আন্তর্জাতিক স্পেস স্টেশনে প্রয়োজনীয় রসদ সরবরাহ করতে একটি মহাকাশ যান পাঠিয়েছে জাপান। শুক্রবার উৎক্ষেপণ করা হয় স্টর্ক নামের যানটি। স্পেস স্টেশনে ব্যবহারের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি ব্যাটারিও রয়েছে এতে। মঙ্গলবার নাগাদ এটি গন্তব্যে পৌঁছানোর কথা রয়েছে।
গত অর্ধশতকে মহাকাশে চালানো হয়েছে বহু অভিযান। ঘটেছে অনেক দুর্ঘটনাও। ধ্বংস হওয়া রকেটের অসংখ্য ভগ্নাংশ প্রচন্ড গতিতে ঘুরে বেড়াচ্ছে মহাকাশে। এ কারণে তৈরি হয়েছে বড় ধরণের দুর্ঘটনার আশংকা।
এ’সব আবর্জনা অপসারণে প্রায় ৭শ’ মিটার ইলেকট্রনিক তার সমৃদ্ধ একটি জাল তৈরি করেছেন জাপানি বিজ্ঞানীরা। এই জাল দিয়ে অপসারণ করা হবে মহাকাশের এ’সব আবর্জনা।
এছাড়াও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা বিজ্ঞানীদের জন্য ৫ টন পরিমান খাদ্য ও অন্যান্য সরঞ্জাম রয়েছে এতে।
উত্তর প্রশান্ত মহাসগরের তানেগাশিমা স্পেস স্টেশন থেকে সফলভাবে পৃথীবী ছেড়ে যায় স্টর্ক নামের মহাকাশযানটি।
বিজ্ঞানীরা বলছেন, এই অভিযান সফল হলে মহাকাশে থাকা স্যাটেলাইটের মধ্যে পারস্পরিক সংঘর্ষ এড়ানো ছাড়াও সুরক্ষিত থাকবে মহাকাশ নেটওয়ার্ক ব্যবস্থা।
আরও পড়ুন