ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আগামী নির্বাচন কেমন হবে নির্ভর করবে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের উপরঃ মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫:৪৫, ১০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৪৫, ১০ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের উপর নির্ভর করবে আগামী দিনে বাংলাদেশের নির্বাচন কেমন হবে। দলের মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানের পক্ষে ভোট চাইতে গিয়ে এ’কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বেলা ১১টায় তিনি কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে নগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকায় দলের প্রার্থীর পক্ষে প্রচারণা চালান। হত্যা, গুম, আর মিথ্যা মামলা দিয়ে বিরোধী দল ও সাধারণ মানুষকে সরকার হয়রানি করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। নারায়ণগঞ্জে গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসীরা সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপির প্রার্থীর পক্ষে থাকবে বলেও আশা করেন দলের মহাসচিব।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি