ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মাদারীপুরে ৬টি দোকানে ডাকাতির ঘটনায় নিহত ১

প্রকাশিত : ১৫:৩৩, ৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৩৩, ৭ মার্চ ২০১৬

মাদারীপুরের কালকিনিকে ৩টি স্বর্ণের দোকানসহ ৬টি দোকানে ডাকাতির ঘটনায় একজন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গেলো রোববার রাত ৩টার দিকে ডাকাতদল কালকিনির মিয়ারহাট বাজারে স্বর্ণের দোকানসহ কমমেটিকস ও টেইলার্সের দোকানে হামলা চালায়। এতে বাধা দেয়া হলে স্বপন কাজী ও সোহেল মৃধা নামে দুই ব্যবসায়ীকে গুলি করে মালামাল নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। রাতে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতিতে সকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় তাদের। সেখানেই বেলা ১২ টার দিকে মারা যান সোহেল মৃধা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি