ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ কৃষি ব্যাংকের আঞ্চলিক প্রধান, বিভাগীয় ও আঞ্চলিক কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপকদের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত : ১৭:৩৭, ১০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৩৭, ১০ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশ কৃষি ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান, বিভাগীয় ও আঞ্চলিক কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপকদের  সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর এলডিইডি ভবনে সম্মেলনে অতিথি ছিলেন কৃষি ব্যাংক পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আউয়াল। শাখা সম্মেলনে বক্তারা ব্যাংকের গ্রাহক সেবা আরো বাড়ানোর তাগিদ দেন এবং ব্যাংকের কার্যক্রম আরো গতিশীল করার জন্যে কর্মকর্তাদের নির্দেশনা দেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি